সরকারের কেউ এখনো আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেননি এজন্য সরকার ধন্যবাদ পেতেই পারে। ছাত্রলীগের সংযমও প্রশংসনীয়, তারা এখন পর্যন্ত হাতুড়ি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলে পড়েনি। তবে সরকারের লোকজন ইতোমধ্যে এর মধ্যে বিএনপির ভূত খোঁজার জন্য হাতড়ে বেড়াচ্ছে, ওবায়দুল কাদের ভূতের গন্ধ পেয়েও গেছেন।
যদিও সরকার নিহতদের অনুদান-সান্ত্বনা দিয়ে, বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে, শীঘ্রই নতুন আইন পাশের আশ্বাস দিয়ে, কোন মন্ত্রী আর হাসবেন না বলে শপথ করে, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে পরিস্থিতি সামাল দিতে চাইছেন, তথাপি এই আন্দোলন যে সরকারকে কিছুটা নড়চড়া করাতে পেরেছে তা স্পষ্ট। কিন্তু কেন এই আন্দোলন?
আন্দোলনের দাবীগুলো তো অনেক পুরনো। তাও এসব দাবী আবার বর্তমান সরকারকে হটিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, শুধু সড়কে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবী। এসবের জন্য আন্দোলন কেন করতে হবে?
News Source:
# Earn Money via Online MiniJObs !
# Say Something A Happy Country !
Comments
Post a Comment