Bangladesh Independent ............... |
আইনের প্রকারভেদ:
অধ্যাপক স্যামন্ড আইনকে আটভাগে বিভক্ত করেছেন। নৈতিক আইন হল, মানুষের বিচারবুদ্ধি এবং বিবেক হতে উদ্ভ’ত যে আইন তাকে নৈতিক আইন বলা হয়। এ আইন বিবেকবান মানুষের নৈতিকতা ও নীতিবোধের উপর প্রতিষ্ঠিত।
প্রথা কি? প্রথা ও ন্যায়পরায়ণতা কেমন করে আইনে পরিনত হয়?
প্রথা হল এমন কিছু সামাজিক রীতিনীতি যা কোথাও লেখা নেই, যার কোন বাধ্যবাধকতা নেই অথচ সবাই তা মান্য করে এবং পালন করে। কোন প্রথা যখন বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে দেখা দেয় তখনি তা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনে পরিনত হয়। যখন আইনের বিধান অনুপস্থিত বা অস্পষ্ট থাকে এবং তা প্রয়োগে অনুপযুক্ত মনে হলে বিচারকগণ নিরপেক্ষ ন্যায়বোধ দ্বারা তা সমাধান করে। এভাবে ন্যায়পরায়ণতা আইনে পরিনত হয়।
আইনের উৎসসমুহ:
আইনের উৎসসমুহ হচ্ছে-
১. আচারব্যবহার বা প্রথা: আচারব্যবহার বা প্রথা আইনের উৎপত্তির সর্বাপেক্ষা প্রধান উৎস।
২. ধর্ম: ধর্ম হচ্ছে আইনের অন্য একটি প্রধান উৎস।
৩. বিচারের রায়: বর্তমানে বিচারের রায় হতে অনেক আইন সৃষ্টি হয়।
৪. বিজ্ঞানসম্মত আলোচনা : প্রচলিত বিধি ব্যবস্থা আলোচনা করে প-িতগণ যেসব মতামত প্রকাশ করেন তা থেকে অনেক আইনের উৎপত্তি হয়েছে এবং হচ্ছে।
Comments
Post a Comment