বাংলাদেশ জিজ্ঞাসা’র প্রথম পর্ব থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত প্রতিটি পর্বে অংশগ্রহণকারীর জন্য থাকছে বিভিন্ন অঙ্কের প্রাইজ মানি। পুরো প্রতিযোগিতায় মোট ১ কোটি ৭৭ লাখ টাকার পুরস্কার পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি দর্শকের জন্যও থাকছে আকর্ষণীয় পুরস্কার।
ইনডিপেনডেন্ট টিভির আয়োজন ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ স্পন্সর করছে আইএফআইসি ব্যাংক।
আগামী ১২ অক্টোবর ইনডিপেনডেন্ট টিভিতে শুরু হতে যাওয়া এ কুইজ শোতে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফরম ইতোমধ্যেই খুলে দেয়া হয়েছে।
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের যে কোনো নাগরিক ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন:
আগামী ২৭ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত www.bangladeshjiggasha.com এই ওয়েব অ্যাড্রেসে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া ইনডিপেনডেন্ট টিভির ওয়েব পেইজ www.independent24.com এবং ফেসবুক পেইজের www.facebook.com/IndependentTVNews মাধ্যমেও নাম নিবন্ধন করা যাবে। রেজিষ্টেশন প্রক্রিয়া নিচে দেওয়া আছে।যারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারাই পরবর্তী সময়ে অনলাইন পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। একজন ব্যক্তি একবারই পরীক্ষায় অংশ নিতে পারবেন। অনলাইন পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
পরবর্তী ধাপে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রতিযোগীরা বিভাগীয় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একযোগে বিভাগীয় পর্যায়ের লিখিত পরীক্ষা হবে। আর এখান থেকেই ‘বাংলাদেশ জিজ্ঞাসা’র মঞ্চে আসার সুযোগ পাবেন ৮ বিভাগ থেকে বাছাই করা ৮ জন করে মোট ৬৪ প্রতিযোগী। বিভাগীয় পরীক্ষার স্থান ও সময় পরে ঘোষণা করা হবে।
প্রাইজ মানি
চ্যাম্পিয়ন : ১ কোটি টাকাপ্রথম রানার আপ : ২৫ লাখ টাকা
দ্বিতীয় রানার আপ : ১৫ লাখ টাকা
তৃতীয় রানার আপ : ৫ লাখ টাকা
সেমিফাইনালে বিদায়ী : ৪ জন ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা
কোয়ার্টার ফাইনালে বিদায়ী : ৮ জন ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা
দ্বিতীয় রাউন্ডে বিদায়ী : ১৬ জন ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা
প্রথম রাউন্ডে বিদায়ী : ৩২ জন ২৫ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা
মোট : ১ কোটি ৭৭ লাখ টাকা।
এ ছাড়া প্রতি পর্বে দর্শকের জন্য থাকছে আকর্ষণীয় অঙ্কের প্রাইজ মানি।
Rules
- একজন একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন।
- রেজিস্ট্রেশনের সময় শেষ হওয়ার পর অনলাইন পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে।
- নির্বাচিতদের এসএমএস দিয়ে জানানো হবে।
- ইনডিপেনডেন্ট টিভি ও আইএফআইসি ব্যাংকে কর্মরত কেউ বা তার বাবা, মা, স্ত্রী/স্বামী, সন্তান এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
- অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচিতদের নিজ নিজ বিভাগীয় শহরে একটি বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে।
- বাছাই পর্বে উত্তীর্ণরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
- অনলাইনে ও বিভাগীয় পরীক্ষায় অংশ নেয়ার জন্য কোনো ভাতা দেয়া হবে না।
Comments
Post a Comment