নোঙরা রাজনীতি ছাড়া এগুলো কিছুই না
নির্বাচনের আগে স্টুপিড জনপ্রতিনিধীরা জনগনের দোরগোরায় ধন্যা দেয় এবং নির্বাচিত হওয়ার পর টিকিট কেটে তাদের সাথে দেখা করতে হয়। এমন কি রাস্তায় বাল্ব বা লাইট লাগাতে গেলে তাদের সিগনেচার বা আবেদন পত্র লাগে। এই যদি হয় জনগনের জন্য কল্যানকর রাজনীতি তাহলে তো বলা যায় নোংড়া রাজনীতি। শুধু কি তাই না আরও কিছু আছে? আচ্ছা রাজনীতি তো রাজার নীতিই ! আর এগুলোর পিছনে থেকে যায় গনতন্ত্র যার কি না অসুবিধাই বেশি পরিলক্ষত হয়। যার ভিতরে আমরা দেখে থাকবো স্বজনপ্রিতি, দুর্নিতি, রাষ্ট্রের সম্পদের অপচয়! যদি তারা এর শুষ্ঠ ব্যবহার না করে বা জানে, ছোট মুখে বড় কথা।
গনতন্ত্রের অসুবিধা সমুহ
বিশেষ করে একজন মানুষের পার্থিব জীবনের চাহিদা তখনই শেষ হবে, যখন তার মুখে মাটি/আগুন বা নিষ্সাশ শেষ হবে। আমরা চাইলে হাতের একটা আইসক্রিম কামরিয়েই তারাতারি খেতে পারি আবার চাইলে ভালো করে খেতে পারি। আমাদের দেশে যে ভালো জনপ্রতিনিধিরা ছিলেন না তা কিন্তু নয়। যারা আছের তারাও কিন্তুএতে আরও ভুমিকা রাখতে পারে।
Nirbachoner agay bari bari jaioa abong khoch neoya poray nirbachito holay r khabor nai ai holo Bangladesh ar Rajniti |
তার পরেই কিন্তু আমরা দুনিয়া বিমুখ তথা মানুষের কল্যান কর জনপ্রতিনিধিদের কথা শুনে থাকবো। যারা নিজের চাহিদার চেয়ে জনগনের কথায় বেশি করে অগ্রাধিকার দিয়েছে। যেমন টা আমরা শুনে থাকবো এবং উপলব্ধি করছি, বঙ্গবন্ধু এবং তার সহচরদের কথা। যে কিনা তার যৌবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন, জনগনের দাবি আদায়ের লক্ষে।
আচ্ছা এখানে কি চাটুকারিতা হলো, আমাদের এটা কি করা উচিত না যে ভালো কে ভালো আর মন্দ কে মন্দ বলা। যেমন সিগারেট একটা মারাত্তক নেশা বা হাতে খড়ি অব মাদক তো এগুলো কে মন্দ বলে আক্ষায়িত করে তা থেকে ট্যাক্স আদায় না করা কি ভালো ছিলো না।
একথায় আমরা যদি যার যার অবস্থান থেকে, আমাদের কর্মকান্ডের জবাবদিহীতা চালুকরতে পারি তা হলে আমাদের দেশটা অবশ্যই দুর্নিতি মুক্ত এবং চোর মুক্ত হবে, ইনশাআল্লাহ। যার জন্য চাই ত্যাগি মহৎ হৃদয় এর মানব।
Comments
Post a Comment