আধুনিক এই বিশ্বে আমরা যদি, সেই এক ঘেয়ামিতে থাকি
যে আমাদের দেশ তথা সমাজ থেকে দুর্নিতি দুরকরা যাবে না। তা হলে বলবো আমরা ভুল করছি। যেখানে এখানে শেয়ার কৃত ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে পারবো। আর যদি আমরা এমনটা করি যে কোন একটা শিক্ষা অন্য একটা প্রতিষ্ঠান এর কারয্য ক্রম তদারকি করতে যাবো ডোল পিটিয়ে সেখানে তো তারা প্রস্তুতি নেবেয়। যেমন আসামি ধরতে যাওয়ার সময় হুইছার বাজিয়ে যাওয়া। যেখানে আমরা প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে অফিস বা ব্যবসা প্রতিস্ঠানের খবর নেওয়া এবং দেখার মত কাজ সহজে করতে পারি।আচ্ছা একটা জেলার পুলিশরা তো যানে তার থানার আন্ডারে কারা কি করে বেরাচ্ছে তা অবশ্যই জানা। তা না হলে কিভাবে তারা একজন বিদেশ বা চাকুরি প্রত্যাশি পার্থির পুলিশ ভেরিফিকেশন করে। তারা যদি সৎ ভাবে দুর্নিতি বা অনিয়ম সমাজ থেকে দুরকরতে চাই তারা অব্শ্যই পারবে, ইনশাআল্লাহ। যেখানে আমরা কিছুটা দেখে থাকবো মাদক অভিজান এর ক্ষেত্রে।
যাই হক বললে তো হবে না করতে হবে। এখানে যেটা নিয়ে বলতে শুরুকরে ছিলাম তা হলো। করতৃপক্ষদের কিভাবে আরও সচল হওয়া যায় জনগনের সেবা প্রদান করতে।
Comments
Post a Comment