আমার সোনার [চোরের এবং চাটুকার] দেশের গনতন্ত্রের কিছু সুবিধা সমুহ:
সংখ্যার উপর গুরুত্ব:
গণতন্ত্র যোগ্যতার পরিবর্তে সংখ্যার উপর বেশী জোর দেয় ...
গণতন্ত্র অপচয় প্রবণ ব্যবস্থা:
এতে অপচয় ঘটে অস্বাভাবিক রুপে এবং শাসকবৃন্দ অর্থ ব্যয় সম্পর্কে মোটেও যত্নবান নয় ...চাইলেই নাম পরিবর্তন করা যায়...
গণতন্ত্র দুর্নীতিপ্রবণ ব্যবস্থা:
গণতন্ত্রে দুর্নীতি হয় ব্যাপক পরিমাণে এছাড়াও স্বজনপ্রীতিতো আছেই। যেমন টা আমরা দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন স্যার এর সময়। দুর্নিতীদমন কে সচল করেছিল এর আগে তো অফিসের সামনে সবাই প্রসসাব করতো । আমি তথা সবাই হয়তো যানতোই না যে দুর্নিতিদমন কার্যালয় আছে আমাদের দেশে ( ২০০৬ এর দিকে )
↣গণতন্ত্রের অসুবিধা সমুহ
↣ তারা চাইলেই আকাশ দিয়া যায়তে পারে এবং নিরাপদে সড়ক পথে স্পেশালভাবে যায়তে পারে তাই কি তারা নিরাপদ সড়ক চাই আন্দলণ দেখতে চায়।
Comments
Post a Comment