চাকুরি দেওয়ার নামে পরিক্ষা ফি সংগ্রহ করা
যেখানে আমরা দেখবো উপরন্ত একজন চাকুরি প্রত্যাশি কে কাজের সুযোগ না করে দেয়ে তাদের আরও পঙ্গকরার মনভাব। কেনই বা তারা এটা করবে না, একজন প্রকেীশলী একজন ছাত্র-ছাত্রীদের তাদের পোস্টের জন্য আবেদন করতে গেলে লাগে ১হাজার থেকে দেড় হাজার টাকা তার পরতো যাতায়াত বা অন্যান্য খরচতো আছেই। যেখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি-
প্রকেীশলী একজন ছাত্র-ছাত্রীদের:
চাকুরিতে আবেদনকৃত প্রার্থি সংখ্যা ২ হাজার এবং প্রতিজনবাবদ মিনিমাম ১,০০০ টাকা হলে [ ১০০০*১৫০০=১৫,০০,০০০] ১৫ লক্ষ টাকা নগদ কানে বারিদিয়ে নিচ্ছে তারা। এটাতো মিনিমাম সংখ্যক হিসাবে আর যদি বেশি হয় তাহলে তো কথায় নেই আমাদের টাকা চাইলে ব্যাংকে রেখে মাসে মাসে বেতন দেওয়া যাবে।
Get original pdf file: https://www.desco.org.bd/uploads/pdf/circular_b_131118.pdf
Comments
Post a Comment