আজকে একটা অন্যরকম প্রেমের গল্প বলবো
গল্পটা একটা মেয়ের। সত্যি ঘটনা, কল্পনা না। এই যুগের সস্তা নাটক গুলো থেকে চুরি করা না।
💕💓💘 A Sweet Love Story 💕💓💘 |
ছোট বেলা থেকেই মেয়েটা বুদ্ধিমান, চঞ্চল, ছটফটে, সাহসী। ( কোনও ছেলে উল্টাপাল্টা কথা বলতে চাইলে জুতা দিয়ে মারার মত সাহসী )
একটু বড় হওয়ার পর সে ধীরে ধীরে শান্ত হতে থাকে। সে তার বাসার সাথের
স্কুল থেকেই ১২ বছর পড়ালেখা শেষ করে। ছেলে-মেয়ে combine school but
মেয়েদের ক্লাস হয় সকালে আর ছেলেদের দুপুরে। SSC তে স্বাভাবিক ভাবেই A+.
সেই বছর সেই স্কুলে ৫৬ জন GPA 5 পায় সে
তার মধ্যে একজন। সবাই জানে তারপর HSC থেকে ঘটনার শুরু। ( সম্ভবত মেয়েটার
জন্য ঘটনার শুরু ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা থেকে)।
HSC তে মেয়েটা মফস্বলের সরকারি কলেজে ভর্তি হয়।
ছেলে-মেয়ের একসাথে
ক্লাস। বয়স টাও একটু প্রেমে পড়ার। প্রায় ২৫০ জন ছেলেমেয়ে ক্লাস করে।
তার মধ্যে একজনকেই সে পছন্দ করে। সে ঠিক তার ডুপ্লিকেট কপি টাকেই খুঁজে বের
করে। তারা কখনো প্রেম করে নাই। কথা বলছে, ঝগড়া করছে, দুরে থেকে দেখে,
অপেক্ষা করে আছে ছেলেটার জন্য।
ছেলেটা-মেয়েটা HSC পাশ করার পর
ছেলেটা দেশের বাইরে চলে আসে। মেয়েটার আর পড়ালেখা করার ইচ্ছা ছিল না।
ইচ্ছা ছিল তার পছন্দের ছেলেটার সাথে সংসার করবে। বিদেশে চলে আসার আগে
ছেলেটা একবার তাকে বলছিল আমার খুব ইচ্ছা ছিল আমি ডাক্তার বিয়ে করবো।
মেয়েটা পাঁচ বছর হয় ডাক্তারী পড়ে। কাউকে একবার ও বলে না পড়বো না
ডাক্তারী পড়া খুব কঠিন। যত কষ্টই হোক তাকে ডাক্তার হতেই হবে। যদিও ছেলেটার
বন্ধু-বান্ধবী জিজ্ঞেস করলে সে তাদের বলে তার আম্মুর ইচ্ছায় সে ডাক্তারী
পড়তেছে। সে এখন ফাইনাল ইয়ারে। এখন পরীক্ষা চলতেছে।
সে ছেলেটাকে
কখনো ভালোবাসি বলে নাই। সে জানে এই ছেলেকে মুখে কিছু বলার দরকার নাই।
ছেলেটাকে যদি সে মনে মনে ভালোবাসি বলে ছেলেটা তাও শুনে ফেলে। আর যখন তারা
চোখে-চোখে তাকায় তার পুরো অস্তিত্বে এমন একটা অনুভূতি হয় যে অনূভুতির
বিবরণ লেখায় প্রকাশ করা একটু কষ্টকর। ( To be Continued)
ছেলেটা: তুমি যে আছ তাই আমি পথে হেঁটে যাই। হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই।।।
Author |
Comments
Post a Comment