সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টের কোচিং ও শিক্ষা প্রতিষ্ঠান সম্মুখে এবং বিভিন্ন মোড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অযাচিত আড্ডার বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সাড়াশি অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ডিবির উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মোড় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
সিরাজগঞ্জ ডিবির উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, বেশ কিছুদিন যাবত সিরাজগঞ্জ শহরের বিভিন্ন মোড় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অযাচিত আড্ডা বৃদ্ধি ও ইভটিজিং এর ঘটনা ঘটছে পাশাপাশি কিশোরদের মাঝে আড্ডার ছলে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়শই সংঘাতের সৃষ্টি হয় যা পরবর্তীতে এলাকাগত সংঘাতের সৃষ্টি করে।
ফলে বহুল অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর নির্দেশনায় এই সাড়াশি অভিযান পরিচালনা করে অযাচিত আড্ডার জন্য ২৬ জন এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো ও কাগজপত্র না থাকায় ৬ জনকে মোটরসাইকেল সহ আটক করা হয়।
তিনি আরও জানান, এদের আটক করার পর প্রাথমিকভাবে আটককৃতদের অভিভাবকের উপস্থিতিতে সতর্ক করে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং কাগজবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়।
এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Comments
Post a Comment