আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকুরির সুযোগ!
👉পদ সংখ্যা : ১৫ (পুরুষ)
👉ধরন : পূর্ণকালীন
👉অভিজ্ঞতা: প্রয়োজন নেই
👍যোগ্যতা:→ আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী
→ সদ্য স্নাতক/স্নাতকোত্তর/দাওরায়ে হাদীস ( ফাইনাল সেমিস্টারের ছাত্ররাও আবেদন করতে পারেন)
→ নেতৃত্বের গুণাবলি, পরিশ্রমী, চিন্তাশীল, সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ও দায়িত্বশীল
→ বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ
→ কম্পিউটার ব্যবহারে দক্ষ
→ ইসলাম ও মানবসেবার জন্য নিরলসভাবে সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা
👍সুযোগ-সুবিধা:● মাসিক বেতন ১৮ হাজার টাকা (প্রথম ৬ মাস পরে কর্মদক্ষতার ভিত্তিতে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী ২৩-২৫ হাজার টাকা বেতনে স্থায়ী নিয়োগ)
● দুপুরের খাবার
● বাৎসরিক ইক্রিমেন্ট
● বোনাস ২ টি (বাৎসরিক)
● প্রভিডেন্ট ফান্ড
● ফ্রি থাকার ব্যবস্থা
● নিয়মিত মুল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা
● মানবসেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ
● দেশবরেণ্য আলেমদের সাথে কাজ করে কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ
আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৫ইং পর্যন্ত আবেদন করা যাবে।
👉পদ সংখ্যা : ১৫ (পুরুষ)
👉ধরন : পূর্ণকালীন
👉অভিজ্ঞতা: প্রয়োজন নেই
👍যোগ্যতা:→ আস-সুন্নাহ ফাউন্ডেশনের নীতি ও আদর্শে বিশ্বাসী
→ সদ্য স্নাতক/স্নাতকোত্তর/দাওরায়ে হাদীস ( ফাইনাল সেমিস্টারের ছাত্ররাও আবেদন করতে পারেন)
→ নেতৃত্বের গুণাবলি, পরিশ্রমী, চিন্তাশীল, সিদ্ধান্ত গ্রহণে দক্ষ ও দায়িত্বশীল
→ বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ
→ কম্পিউটার ব্যবহারে দক্ষ
→ ইসলাম ও মানবসেবার জন্য নিরলসভাবে সময় ও শ্রম ব্যয়ের মানসিকতা
👍সুযোগ-সুবিধা:● মাসিক বেতন ১৮ হাজার টাকা (প্রথম ৬ মাস পরে কর্মদক্ষতার ভিত্তিতে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী ২৩-২৫ হাজার টাকা বেতনে স্থায়ী নিয়োগ)
● দুপুরের খাবার
● বাৎসরিক ইক্রিমেন্ট
● বোনাস ২ টি (বাৎসরিক)
● প্রভিডেন্ট ফান্ড
● ফ্রি থাকার ব্যবস্থা
● নিয়মিত মুল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা
● মানবসেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ
● দেশবরেণ্য আলেমদের সাথে কাজ করে কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ
আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৫ইং পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: ই-মেইল এর মাধ্যমে গুগল ডক ফরম ফিল আপের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন "লিংক-আবেদন ফরম"।
ধাপ সমূহ:
Comments
Post a Comment