০১। যে বা যারা দেশ পরিচালনা করবে তাদের যোগ্যতা কি এবং তা ফেয়ার পরিক্ষার মাধ্যমে যাচাই করা।
০২। জবাবদিহীতা করতে জনগণের কাছে বাধ্য থাকা।
০৩। দেশের ইয়াং জেনারেশনের জন চিন্তা থাকতে হবে যেন তারা তাদের পা না চেটে ব্যবসা তথা কর্মের ক্ষেত্রে উৎসাহিত করা আর যেখানে সবাই নিজের টাকা খরচ করে চাকুরী পরিক্ষায় প্রতিযোগীতা করেও কাজ পাচ্ছে না সেখানে তো লিডার জন্য প্লাস পয়েন্ট কর্মক্ষেত্র বৃদ্ধি করা।
০৪। একটা দেশ তথা ন্যাশন কিভাবে উন্নত হবে তা না করে শুধু নিজের খোরাক বা পুজি বাড়ানোর কাজ করলে তাদের নির্বাচিত করা যাবে না।
০৫। দেশের সার্বিক উন্নয়নে যারা অবদান রাখতে সক্ষম তাদের মূ্ল্যায়ন করা।
সর্বপরি এমন ব্যক্তিবর্গকে সিলিকশণ করতে হবে যারা আমাদের ভবিষ্যৎ প্রজম্মের জন্য কাজ করবে এবং তথা কথিত রাজনৈতিক দলগুলোর শুধু টাকা হাতিয়ে নেওয়া থেকে বিরতি থাকবে। আর যোগ্য নেতা-নেত্রী তথাপি সরকারি প্রতিনিধিদের উচিত হবে চাকুরীর পাওয়ার ক্ষেত্রে যে চাকুরী প্রার্থীদের নিজের টাকা খরচ করে পরিক্ষায় অংশগ্রহণ করা হয় যা মোটেও কাম্য নয় একেতো কাজ দেবেন না দ্বিতীয়ত তাদের কাছ থেকে টাকা উসুল করা।
সবার পক্ষে থেকে খারাপ কাজের সমালোচনা করা না পারলে তা ঘিনা করা দরকার।
Comments
Post a Comment